কর্ণফুলি গ্যাস ও ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ১৯শে অক্টোবর ২০২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর মধ্যে গ্যাস বিল সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় কেজিডিসিএলের গ্রাহকগণ ইসলামী ব্যাংকের সকল শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংক, ইন্টারনেট ব্যাংক ও সেলফিন অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
বুধবার (১৮ অক্টোবর) ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন কাউছার ও কেজিডিসিএল কোম্পানি সেক্রেটারি মোঃ মোজাহার আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্বারক স্বাক্ষর করেন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ, সিডিএ এভিনিউ শাখাপ্রধান মঞ্জুরুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফুল হক চৌধুরী।
এছাড়াও মোহাম্মদ সানা উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান মনির, কেজিডিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ড, প্রকৌশলী মো. রইস উদ্দীন, প্রকৌশলী মো. শফিউল আজম খান ও মোহাম্মদ খাইরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক মো. ফরিদ আহমেদ খান ও প্রকৌশলী হাসান সৌরভ এবং ব্যবস্থাপক তুষার মধু, প্রকৌশলী এস. বি. এম রেজাউল করিমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবিরাম বৃষ্টিতে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে ডিম-মুরগি ও সবজির দাম

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতায় মোড়ানো এক বছর

নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
