পড়া না পারায় ছাত্রের মাথা দেয়ালে ঠুকে নির্যাতন করে শিক্ষক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পড়া না পারায় ছাত্রের মাথা দেয়ালে ঠুকে নির্যাতন করে শিক্ষক

পড়া না পারায় রাজধানীর একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের পর দেয়ালে মাথা ঠুকে দেওয়ার ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতদিন ধরে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা দেওয়ার পরও সুস্থ না হওয়ায় শিশুটিকে রোববার (৬ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়াসিন (১০) মাদারটেকের আদর্শ পাড়ার আয়নুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থী। তাদের বাসা সবুজবাগের মাদারটেক উত্তর পাড়ায়। সে টাইলস মিস্ত্রি সুমন শিকদারের ছেলে।  গ্রেপ্তার রেজাউল করিম ওই মাদ্রাসার শিক্ষক। 

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার জানান, শিশুটির বাবা বাদি হয়ে মামলা করায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

ছেলেটির মা তানিয়া বেগম বলেন, ‘পড়া না পারায় গত ২৮ ফেব্রুয়ারি ইয়াসিনকে বেধড়ক মারধর করেন মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম। এক পর্যায়ে ইয়াসিনের মাথা ধরে দেয়ালের সঙ্গে ঠুকে দেন। তখনই তার মাথা, চোখ মুখ ফুলে যায়।’

ঘটনার দিনই ছেলেটিকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে তার বাবা অভিযোগ করেন জানিয়ে পরিদর্শক আমিনুল বাশার বলেন, ‘শিশুটির অবস্থা দেখে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়।’

শুরুতে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল শিশুটির। সাত দিনেও অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবার জানিয়েছে, ‘তার মাথা, কপাল ও দুটি চোখ এখনও ফুলে নীলচে হয়ে আছে। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে।’

এসএ/