মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩


মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি
ফাইল ছবি

সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশ  সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি। আগামীকাল রবিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।


গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, “বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করবেন।”


আরও পড়ুন: জাহাঙ্গীরকে ক্ষমা করল আওয়ামী লীগ


এর আগে  আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গেল  ১৮ অক্টোবর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।


আরও পড়ুন: জাপা ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী গ্রেফতার


ঘোষিত কর্মসূচিকে আংশিক কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, ‌“মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।”


জেবি/এসবি