রেলওয়ে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


রেলওয়ে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন
রেলওয়ে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

কুষ্টিয়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে  রেললাইনের পাশে অবস্থিত পূজা মন্দিরে যেকোন ধরনের অপ্রীতিকর ও বিশৃঙ্খলা ঘটনা রক্ষার্থে বেশ কয়েকটি পূজা মন্দির  পরিদর্শন করেছেন খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান। 


সোমবার (২৩ অক্টোবর)  বেলা ১২ টার সময় কুষ্টিয়া রেলওয়ে সার্কেল অফিস বড় স্টেশন থেকে রওনা হয়ে শহরের আড়ুয়া পাড়া আইকা সংঘ সার্বজনীন পূজা মন্দির, বাবর আলী গেট সংলগ্ন নব রজনী সংঘ সার্বজনীন পূজা মন্দির, কোর্টপাড়া সুখনগর এলাকার শ্রী রনজিৎ স্মৃতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় প্রত্যেক পূজা মন্দিরের কমিটির পরিচালনা পরিষদের সদস্যদের সাথে আইনশৃংখলার বিষয়ে আলাপ করেন এবং পূজায় কোন রকম অসুবিধা হচ্ছে কিনা খোঁজখবর নেন পুলিশ সুপার। 


এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মজনুর রহমান,পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক,কুষ্টিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিরস্ত্র মো. কায়কোবাদ,এএসআই হেলালুর রহমান,এএসআই সাইফুল ইসলাম, কনস্টেবল আইনাল হক,কনস্টেবল ইনসাফুল হক,কনস্টেবল সোহেল,টিটু মোল্লা,ইসতেয়াক,সোহেল রানা,আরিফুলসহ সংগীয় রেলওয়ে পুলিশ সদস্যরা।


আরএক্স/