২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৫ পিএম, ২৫শে অক্টোবর ২০২৩

রাজধানীতে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দল আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে৷ এরমধ্যে ২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (২৫ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকা হয়।
এত বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি ‘জরুরি সভা’ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো।’
আরও পড়ুন: অলিগলি পাহারা দেবেন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ: কাদের ওবায়দুল
২৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
