মোংলায় ভ্যান চালককে হত্যার মূলহোতা ১৪ ঘন্টার মাথায় গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


মোংলায় ভ্যান চালককে হত্যার মূলহোতা ১৪ ঘন্টার মাথায় গ্রেফতার
হেলাল ভূইয়া। ছবি: জনবাণী

মোংলায় ভ্যান চালককে হত্যার ১৪ঘন্টার মাথায় হেলাল ভূইয়াকে গ্রেফতার করেছেন পুলিশ। 


বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এ হত্যাকান্ড ঘটানোর পর পালিয়ে যাওয়া হেলালকে বুধবার দিবাগত রাত আড়াইটায় বাগেরহাটের মোল্লাহাটের আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করেন মোংলা থানা পুলিশ। 


মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার জানান, শরীরের সাথে সামান্য ভ্যানের ধাক্কা লাগায় ভ্যান চালক মোঃ আলআমিনকে (৪৫) কিল-ঘুষি মেরে ঘটনাস্থলেই হত্যা করেন বখাটে যুবক হেলাল ভূইয়া (২৪)। 


বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এ ঘটনা ঘটে। ঘটনার পর হেলাল এলাকা থেকে পালিয়ে গিয়ে তার নিকট আত্মীয়ের বাড়ীতে আত্মগোপন করেন। 


পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে পলাতক হেলালের অবস্থান নির্ণয় করে অভিযানে নামেন। এরপর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলার আটজুরি গ্রামের খালা বাড়ী থেকে হেলালকে আটক করেন পুলিশ। 


হেলালকে গ্রেফতারের ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় মোংলা থানায় প্রেস ব্রিফিং করেছেন পুলিশ। হত্যা মামলার প্রধান আসামী হেলালকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান। 


তিনি বলেন, ভ্যান চালককে হত্যার ঘটনায় আলআমিনের স্ত্রী বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


এ মামলায় অজ্ঞাতনামা আরো দুইজন আসামী রয়েছেন। তবে প্রকাশ্যে হেলাল একাই ভ্যান চালক আলআমিনকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর স্বাক্ষীতে নিশ্চিত হওয়া গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আরএক্স/