বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রস্তুত আ. লীগের মঞ্চ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এরপর আবারও মঞ্চে তৈরির কাজ শুরু হয়। এর আগে, মঞ্চ তৈরির কাজ শুরু করলে পুলিশের পক্ষ থেকে করে তা বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ গণমাধ্যমকে বলেন, আমাদের মঞ্চের কাজ শেষ। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো। তার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্য রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চটি তৈরি করা হয়েছে। তার আশপাশে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীরা ভিড় করছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা

‘তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগানের পরিণতি ভালো হবে না’
