শাপলা চত্বরে ঢুকে পড়েছে জামায়াত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

মিছিল নিয়ে জামায়াতের একদল নেতাকর্মী শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪১ মিনিটে শাপলা চত্বরে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ হারালে মতিঝিল দখলে নেয় তারা।
এদিন সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আরামবাগ নিয়ন্ত্রণের চেষ্টা করা ঠিক সে সময় ফকিরাপুল দিয়ে প্রায় ৫০ হাজার নেকাকর্মী মতিঝিলে ঢুকে পড়ে। এক পর্যায়ে প্রশাসন নিয়ন্ত্রণ হারালে মতিঝিল নিয়ন্ত্রণে নেয় জামায়াতের নেতাকর্মীরা।
এর আগে সকাল থেকেই আরামবাগ এলাকায় অবস্থান নেই দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ব্যারিকেড সরিয়ে ঢুকে পড়ে তারা। তবে পুলিশ তাদেরকে সরিয়ে আবারও ব্যারিকেড দেয়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা

‘তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগানের পরিণতি ভালো হবে না’
