সংঘর্ষে প্রাণ গেল আহত এক পুলিশ সদস্যের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২৮শে অক্টোবর ২০২৩

বিএনপি-আ. লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আহত এক পুলিশ সদস্য। তাৎক্ষণিকভাবে নিহত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
জেবি/এসবি