মির্জা ফখরুল আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৫ এএম, ২৯শে অক্টোবর ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম জানান, “রবিবার সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে তাঁকেও আটক করে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়সি একজন মানুষ। আশা করব, যদি জিজ্ঞাসাবাদ করতে চায় তা করে যেন তাঁকে ছেড়ে দেওয়া হয়।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
