হরতালেও চলবে পরীক্ষা, জীবনের ঝুঁকিতে সাত কলেজ শিক্ষার্থীরা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩
আল জুবায়ের: বিএনপি-জামাতসহ কয়েকটি দলের ডাকা হরতালের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স প্রথম বর্ষ (২১-২২ সেশনে) ও মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রশাসন। তবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি কাজ করছে।
শনিবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন সাত কলেজ স্বমন্বয়ক ও ইডেন কলেজ অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য । পরীক্ষার নেওয়ার এ সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
শিক্ষার্থীরা বলছেন,পরীক্ষার থেকে জীবনের মূল্য অনেক,যদি কিছু হয়ে যায় এর দায়ভার কে নিবে? এমন পরিস্থিতিতে পরীক্ষা বন্ধের দাবি জানান তারা।
সাজিয়া আফরিন নামের বাঙলা কলেজের এক শিক্ষার্থী বলেন, কালকে কেয়ামত ও আসুক ৭ কলেজ এক্সাম নিবেই। কারণ তাদের ইগোর ব্যাপার এখন। সব কিছু যখন স্বাভাবিক ছিল হুট করেই ১১ তারিখের পরীক্ষা ২মাস পিছিয়ে ডিসেম্বরে নিলো। দেশের অবস্থা এতো ভয়াবহ রাস্তার সাধারণ মানুষ কালকে বের হবে না কারণ ছাড়া সেখানে আমাদের এক্সাম নেওয়া হবে। আমাদের জীবনের কি কোনো মূল্য নাই?
সামিনা মানহা নামের আরও এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দেশের এইরকম পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়া অত্যন্ত বিপদজনক, যারা দূর থেকে আসবে তাদের জন্য আরো বেশি।তাই আগামীকাল পরীক্ষা স্তগিত করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে সাত কলেজ সম্বন্বয়ক ও ইডেন কলেজ অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন,পরীক্ষার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস দেখে। তাদের সঙ্গে কথা বলুন।
এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ন্রক মো: বাহালুল হক চৌধুরি বলেন,এই বিষয়ে আমার কিছু করার নাই,কর্তৃপক্ষের সিদ্ধান্ত। পরীক্ষা যথাসময়েই হবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরএক্স/