নিজের কবর নিজেই খুঁড়ে রাখছেন শ্রীপুরের আমির আলী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পিএম, ৩০শে অক্টোবর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে শতবর্ষী আমির আলী নামে এক ব্যক্তি নিশ্চিত মৃত্যু হবে জেনে নিজের কবর আগাম খুঁড়ে রাখছেন। ছয় বছর আগে নিজের বসতঘরের পাশে তিনি এই কবর খুঁড়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায় গিয়ে দেখা যায়, শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে আমির আলী ওরফে পচু মিয়ার সঙ্গে।
এ সময় তিনি বলেন, মৃত্যুর পর তিনি কাউকে কষ্ট দিতে চান না। এমন চিন্তা থেকেই এ কাজ করেছেন। কবরের পাশেই নামাজ আদায়সহ দিনের বেশিরভাগ সময় পার করেন আমির। তার বাবার নাম জহুর আলী। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্ত্রী আমেনা খাতুন জানান, নিজের ইচ্ছায় আমার স্বামী বাড়ির পাশে কবর খুঁড়েছেন। তবে কী কারণে এ কাজ করেছেন তা তিনিই বলতে পারবেন।
শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া হাজী হাছেন আলী কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম আমিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন কাজ সঠিক নয়। কারণ কেউ নিশ্চিত বলতে পারবে না, তার মৃত্যু। আমরা মারা যাওয়ার পর স্বজনরা কবর খুঁড়ে দাফন-কাফন করবেন, এটাই তো নিয়ম।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
