বাগেরহাটে ঢিলেঢালা অবরোধ, গ্রেফতার ২৫


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩


বাগেরহাটে ঢিলেঢালা অবরোধ, গ্রেফতার ২৫
ছবি: জনবাণী

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন ঢিলেঢালা ভাবে অবরোধ পালিত হচ্ছে বাগেরহাটে। অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে ও মোংলা বন্দরে। 


মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া অবরোধে ষাটগম্বুজ ইউনিয়নের বাগেরহাট-খুলনা মহাসড়কে ও জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত। 


এসময় মহাসড়কে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নাশকতাসহ বিভিন্ন মামলায় গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলার বিভিন্ন থানা থেকে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 


স্বাভাবিক রয়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাস কাজ। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক গতিতে। এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধ চললেও জেলা ও উপজেলা শহরগুলেতে রিকশা, ভ্যান ও অটোরিকশা চলছে স্বাভাবিক ভাবে। 


খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো পরিবহন।

 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, যেকোনো ধরনের সহিংসতা নাশকতা এড়াতে জেলার প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যাপক সতর্কাবস্থায় রয়েছে। 


এছাড়া গত ২৪ ঘন্টায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 


আরএক্স/