কালীগঞ্জ মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২১ পিএম, ৩১শে অক্টোবর ২০২৩


কালীগঞ্জ মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ নিহত
ছবি: জনবাণী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার মটর চালাতে  গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব(২৬) নামে এক হাফেজ নিহত  হয়েছেন। নিহত বিপ্লব  উপজেলার বাদেডিহি গ্রামের টিপু খানের ছেলে।


মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহি এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে  মাঠে  জমিতে সেচ দিতে মটর চালাত যায়। মটরে হাত দিতেই হঠাৎ করেই বিদ্যুতায়িত হন বিপ্লব । এসময় ঘটনা স্থলেই মারা যায় সে।


বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিসচিত করেন।


আরএক্স/