এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ছাত্র দলের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২রা নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা ৩ দিনের অবরোধের আজ শেষ দিনে রাজধানীর খীলক্ষেত থানার পাশে (এরায়পোর্ট মেইন রোডে) টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করা করেছে ছাত্র দল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মুতাছিম বিল্লাহ, কামরুজ্জামান আসাদ, ঝলক মিয়া, ইছামোন্তাজ ইজাজ শাহ, রোকনুজ্জামান রোকন, আলমগীর কবির, মেহেরাব মাহি, সুরুজ মন্ডল, আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, খায়রুল আলম সুজন, লিটন এ আর খান।
এছাড়া কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, মারজান, মশিউর রহমান মামুন, আরিফুল ইসলাম, খোরশেদ আলম লোকমান, মৌসুমি মৌ, সহসাধারণ সম্পাদক মো. মিঠুন হোসাইন, মিনহাজুল নান্নু, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল, মাহফুজ, পিংকন, অর্থ সম্পাদক রিয়াজ, ক্রীড়া সম্পাদক মামুন, প্রশিক্ষণ সম্পাদক বাপ্পি, বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক আরিফ, সহপ্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সদস্য আমীর হামজা রাজু,ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন শাওন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক,বিজয় একাত্তর হল শাখা সিনিয়র সহসভাপতি সাইফ খানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অবরোধের তৃতীয় দিনে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শেখ আল ফয়সলের নেতৃত্বে ধানমন্ডি ২৭ এ অবরোধের সমর্থনে মিছিল করা হয়। এই সময় উপস্থিত ছিল ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক নেতারা।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
