জীবননগরে পৌর বিএনপির সাধারন সম্পাদক ডাবলু গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৭ এএম, ৫ই নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা জীবননগরে নাশকতা মামলার পলাতক আসামি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু (৪৫)কে গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (৫ নভেম্বর) রাত পোনে ২ টার দিকে এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌর সভার ৮ নং ওয়ার্ডের বসতিপাড়া এলাকা থেকে সেনের হুদা গ্রামের মৃত আতাহার আলীর মাষ্টারের ছেলে জীবননগর পৌর বিএনপির সাধারন সম্পাদক সামসুজ্জামান ওরফে ডাবলুকে গ্রেফতার করেন।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাবীদ হাসান জানান, গ্রেফতার কৃত আসামী সালসুজ্জামান ডাবলু জীবননগর থানার মামলার পলাতক আসামি।
আরএক্স/