জেলের জালে ধরা পড়ল দৈত্যাকৃতির মহাশোল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফাগুন শেষের আগেই তিস্তার পানি কমতে শুরু করেছে। আর এই কম পানিতে সাঁতার কাটতে গিয়েই মৎস্যজীবিদের জালে ধরা পড়ল দৈত্যাকৃতির ‘মহাশোল’। যার ওজন ৩৬ কিলোগ্রাম। বিশাল এই ‘মহাশোল’কে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে পশ্চিমবাংলার জলপাইগুড়ি জেলার বাজারে।
শনিবার সকালে তিস্তার গজলডোবা এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির এই মাছটি, যার ওজন হয়েছে ৩৬ কেজি।
গত দুই দশকে এত বড় চেহারার ‘মহাশোল’ মাছ তিস্তা তো বটেই উত্তরবঙ্গের আর কোনও নদীতে ধরা পড়েছে কিনা, তা মনে করতে পারছেন না স্থানীয়রা।
জলপাইগুড়ি স্টেশনের মাছের বাজারের নিলাম ঘরে এই মাছের কেজি প্রতি দাম ওঠে ৫০০ টাকা। ১৮ হাজার টাকায় গোটা মাছ কিনে নেন মাছ ব্যবসায়ী রাজেশ শা।
রোববারের বাজারে যা কেটে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করার কথা। সেই অনুযায়ী ব্যবসায়ীর আয় প্রায় ২৮ হাজার টাকা হওয়ার কথা।
এসএ/