পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩


পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের
প্রতীকী ছবি

বোনদের আবদার রাখতে পুকুরে গোসল করতে নিয়ে যাওয়াই কাল। বড় বোনের চোখের সামনে পানিতে ডুবে মৃত্যু হল ২ বোনের। 


ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ ট‍্যাংরার খাসপাড়া এলাকায়। মৃত ২ শিশুকন‍্যার নাম মাম্পি কর্মকার ও রিমি বালা। স্থানীয়রা জানিয়েছে, মাম্পি ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী, রিমি ৫ম শ্রেনীর। 


২ জনেই ট‍্যাংরা কলোনি হাইস্কুলে পড়ত। সম্পর্কে মাসতুতো বোন। পাশাপাশি বাড়ি। মাম্পি ও রিমি মায়েরা বাড়ি ছিল না। বোনদের নিয়ে বাড়িতে ছিল মানসী। মায়েরা পুকুরে স্নান করতে যাওয়ার অনুমতি দেন না। 


রবিবার (৫ নভেম্বর ) মায়েদের অনুপস্থিতিতে দিদির কাছে পুকুরে যাওয়ার বায়না ধরে ২ খুদে ছাত্রী। মানসী জানিয়েছে, বোনদের বায়না রাখতেই তাদের নিয়ে পুকুরে জামাকাপড় কাঁচতে গিয়েছিল। হঠাৎ ২ বোন পুকুরে পড়ে যায়। সাঁতার না জেনেও বোনদের বাঁচাতে জলে ঝাপ দেয় মানসী। কিন্তু লাভ হয়নি। 


খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/