এক উপাদানেই ত্বক ও চুলের সব সমস্যার সমাধান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এক উপাদান ব্যবহারেই ত্বক ও চুলের
বিভিন্ন সমস্যার সমাধান হবে। এমনকি এই
উপাদান স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। বলছি,
বিটরুটের কথা। সবজি হিসেবেই
ব্যবহৃত হয় এটি।
বিটরুটে
থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, সি, ক্যালসিয়াম
ও আয়রন। ত্বক ও চুলের
যাবতীয় সমস্যার সমাধান করতে পারে এই
উপাদান।
কম সময়ে ত্বকের বিভিন্ন
সমস্যা যেমন- ব্রণ, কালচে দাগ, পোড়া দাগসহ
বিভিন্ন সমস্যা দূর করে ত্বকের
উজ্জ্বলতা বাড়াতে চান, তাহলে ব্যবহার
করুন বিটরুট। জেনে নিন বিটরুট
ত্বকে ব্যবহার করলে মিলবে যেসব
সুফল-
>> ত্বকের
বয়স কমাতে নিয়মিত ব্যবহার করুন বিটরুট। এজন্য
একটি বিট ব্লেন্ড করে
রস বের করে নিন।
এবার তা তুলোর সাহায্যে
পুরো মুখে ব্যবহার করে
১০ মিনিট অপেক্ষা করুন।
সপ্তাহে
অন্তত ১-২ বার
এভাবে বিটরুট ব্যবহারে ত্বকের ভেতরে বাড়বে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা। ফলে বলিরেখা দূর
হয়ে ত্বক হবে টানটান।
>> বিটরুটে থ