এক উপাদানেই ত্বক ও চুলের সব সমস্যার সমাধান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক উপাদানেই ত্বক ও চুলের সব সমস্যার সমাধান

এক উপাদান ব্যবহারেই ত্বক চুলের বিভিন্ন সমস্যার সমাধান হবে। এমনকি এই উপাদান স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। বলছি, বিটরুটের কথা। সবজি হিসেবেই ব্যবহৃত হয় এটি।

বিটরুটে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন , সি, ক্যালসিয়াম আয়রন। ত্বক চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে এই উপাদান।

কম সময়ে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- ব্রণ, কালচে দাগ, পোড়া দাগসহ বিভিন্ন সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান, তাহলে ব্যবহার করুন বিটরুট। জেনে নিন বিটরুট ত্বকে ব্যবহার করলে মিলবে যেসব সুফল-

>> ত্বকের বয়স কমাতে নিয়মিত ব্যবহার করুন বিটরুট। এজন্য একটি বিট ব্লেন্ড করে রস বের করে নিন। এবার তা তুলোর সাহায্যে পুরো মুখে ব্যবহার করে ১০ মিনিট অপেক্ষা করুন।

সপ্তাহে অন্তত - বার এভাবে বিটরুট ব্যবহারে ত্বকের ভেতরে বাড়বে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা। ফলে বলিরেখা দূর হয়ে ত্বক হবে টানটান।

>> বিটরুটে