কানাডার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক তৌহিদুল ইসলাম


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩


কানাডার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক তৌহিদুল ইসলাম
জাবি অধ্যাপক তৌহিদুল ইসলাম। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো মনোনীত হয়েছেন। দক্ষিণ এশিয়া দুযোর্গ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অ্যানালিটিক্স বিষয়ক শিক্ষা, গবেষণা ও জ্ঞান-বিজ্ঞান বিস্তারে ভূমিকা পালন করার জন্য তাকে মনোনিত করা হয়েছে।


অধ্যাপক তৌহিদুল ইসলাম জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পলিসি তৈরি, প্রবন্ধ প্রকাশনা ও গবেষণা কাজে প্রায় দেড় যুগেরও অধিক সময় ধরে নিয়োজিত আছেন। দেশি-বিদেশি খ্যাতনামা একাডেমিক পিয়ার রিভিউড জানার্লে ৫০—এর অধিক গবেষণা প্রবন্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এবং আন্তজার্তিক বিভিন্ন সংস্থায় বাংলাদেশ সরকার কতৃর্ক উপস্থাপিত ৭০—এর অধিক ন্যাশনাল রিপোর্ট প্রণয়নে মূখ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।


উন্নত বিশ্বে ১ম সারির দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। জাবি থেকে  কানাডার বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো মনোনীত হওয়ায় অধ্যাপক তৌহিদুল ইসলামকে অভিনন্দন জানিয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, শিক্ষা গবেষণা এবং আন্তজার্তিক পরিমণ্ডলে অধ্যাপক ইসলামের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির এই ফেলোশিপ প্রদান করেছে। অধ্যাপক ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।


অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, এই গ্লোবালাইজেশনের যুগে আমাদের ইউনিভার্সিটিতে পরিবেশ উন্নয়নে যদি আমরা ফেইল করি, কাজ না করি সেক্ষেত্রে রাষ্ট্রের জনগন তারা বঞ্চিত হবে এবং সেই বঞ্চিত করার কোন সুযোগ নেই বিকজ আমরা যারা এখানে কাজ করি, চাকরি করি আমাদের একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা যেন আমরা সঠিক ভাবে পালন করতে পারি আমি যেন ভাল কিছু করতে পারি সেই জায়গাটা আরও স্ট্রংলি তৈরী  করতে হবে এটাই আমার অনুভূতি।  এই স্বীকৃতির মাধ্যমে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।  বিশ্ববিদ্যালয়ে ভালো গবেষণা করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যে ভালো কাজ করে, পাবলিকেশন করে, আন্তর্জাতিক পর্যায়ে সংযোগ স্থাপনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবদান রাখা যায়, আমার এই স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে তা সামনে এসেছে।


আরএক্স/