৪ দিনে ভারত থেকে এলো ১১১০ টন আলু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গেল ৪ দিনে এসেছে ১১১০ টন আলু। গত শুক্রবার (৩ নভেম্বর) প্রথম এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়।
সোনামসজিদ কাস্টমসের তথ্যানুসারে, সর্বশেষ সোমবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন।
অপরদিকে, সোমবার (৬ নভেম্বর) ৪৭ ট্রাকে ১ হাজার ৪১৭ টন পেঁয়াজ এসেছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২ হাজার ৬৯৫ টন।
আরও পড়ুন: পোশাক প্রত্যাহারের সংবাদ নিয়ে যা জানাল বিজিএমইএ
গত ৪ দিনে ধারাবাহিকভাবে পেঁয়াজ ও আলুর আমদানিতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে। কমেছে এ দুটি পণ্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।
এদিকে, স্থানীয় প্রশাসন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া আলু ও পেঁয়াজসহ পচনশীল খাদ্যপণ্য দেশের অভ্যন্তরে নিরাপদে পৌঁছাতে পণ্যবাহী ট্রাকগুলোর চলাচলে বিজিবি পুলিশ নিরপত্তার ব্যবস্থা করেছে।
আরও পড়ুন: সোনার দাম বাড়লো
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেরা বিষয়গুলো তদারকি করছেন, যাতে আমদানি পণ্যবাহী ট্রাক চলাচলে কোন সমস্যা না হয়।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, “আলু ও পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে দ্রুত সময়ে প্রবেশ করে আবারো ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।”
জেবি/এসবি