আসামে ২শত বছরের পুরনো মন্দির পুড়িয়ে দিল দুস্কৃতীরা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৪৮ এএম, ৮ই নভেম্বর ২০২৩

আসামরাজ্যের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার ২শত বছরের পুরনো মন্দির পুড়িয়ে দিল দুস্কৃতীরা।
শ্রীশ্রী শিব ও শ্রীশ্রী নারায়ণের মন্দির পুড়ানো, এ ঘটনাকে কেন্দ্র করে রাতাবাড়ির দুল্লভছড়ার দামছড়া জনজাতি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতীম দাস। মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী।
দামছড়া পুঞ্জিতে ১৮০০ সালের প্রতিষ্ঠিত মন্দিরটি সোমবার ( ৬ নভেম্বর ) রাতে দুস্কৃতীরা পুড়িয়ে দেয়।
জানা যায়, ১৮০০ সালে প্রয়াত দেবী রাম বর্মন আদিবাসী গ্রামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে শ্রীশ্রী শিবপার্বতী ও শ্রীশ্রী লক্ষীনারায়ণ মূর্তি স্থাপন করা হয়েছিল। ২২৩ বছর ধরে জনজাতিরা উপাসনা করে আসছিল।
ধারণা করা হচ্ছে, দেবোত্তর সম্পত্তি দখল করার উদ্দেশ্যে মন্দিরটি পুড়িয়ে দিয়েছে দুস্কৃতীরা। দুস্কৃতীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরএক্স/