জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাবিতে বিএনপির দোয়া মাহফিল


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাবিতে বিএনপির দোয়া মাহফিল
জাবিতে বিএনপির দোয়া মাহফিল। ছবি: জনবাণী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান এর আয়োজন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, কর্মকর্তা-কর্মচারী ফোরাম।


মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় কর্মকর্তা-কর্মচারী মসজিদে বাদ আসর দোয়া মাহফিল আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনের মহান চেতনা থেকে প্রেরণা নিয়ে বিএনপি ঘোষিত সরকার পতনের এক দফা আন্দোলন আরো বেগবান হবে। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী এ সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করবে এ কামনা করছি।’


সরকার ও রাজনীতির অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, ‘দেশের জনগণ আজ ভয়াবহ দুঃসময়ের মুখোমুখি।আমাদের দেশনেত্রী আজ শয্যাশায়ী। আমরা তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে সরকার পতনের আন্দোলন আরো বেগবান হবে এই প্রত্যাশা করছি।’


এসময় অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. মোঃ সৈয়দ কামরুল আহছান, অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. সোহেল রানা, অধ্যাপক মো. জামাল উদ্দিন, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক বোরহান উদ্দিন, মো. রেজাউল রকিব উপস্থিত ছিলেন। 


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরএক্স/