ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই ঢাকার বাসিন্দা।
বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে হয় বলা, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৫৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৫৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
এতে আরও বলা, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৫০৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭৭ হাজার ৬৬০ জন। মারা গেছেন ১ হাজার ৪৩২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৫০ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৮২ জন।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
জেবি/এসবি