একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩


একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। এরমাধ্যে পাঁচজন ঢাকার বাইরের বাসিন্দা।


মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৯৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৫০১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯৪


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭৫ হাজার ৬১৩ জন। মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৪৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৮১ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।


জেবি/এসবি