বিএনপির অবরোধে সমর্থন জানিয়েছে সর্বস্তরের জনগণ বললেন রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৃতীয় দফায় সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনগুলো।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে।”
আরও পড়ুন: আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি
এদিন সকাল ৮টায় এ মিছিলে নেতৃত্বে দেন তিনি। এসময় নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। মিছিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক মোস্তফা জামান, ওয়াকিল প্রমুখ।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব: নাহিদ ইসলাম

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা
