মোংলায় বিদেশী জাহাজ থেকে পাচারকালে জ্বালানী তেলসহ আটক ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩


মোংলায় বিদেশী জাহাজ থেকে পাচারকালে জ্বালানী তেলসহ আটক ২
আটককৃত ২ আসামি। ছবি: জনবাণী

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে পাঁচারের সময় ট্রলারে বোঝাই জ্বালানী তেল (ডিজেল) জব্দ করেছেন পুলিশ। এ সময় তেল পাচারের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করা হয়। 


বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পশুর নদী সংলগ্ন মোংলা নদীর পাড় থেকে তেলসহ তাদেরকে আটক করে পুলিশ।


পুলিশ জানায়, মোংলা বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ পাচারকারীরা তেল (ডিজেল) পাচার করে ট্রলার বোঝাই করছে এমন গোপন খবর আসে মোংলা থানা পুলিশের কাছে। 


এ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদীতে অভিযানে নামেন। এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেন্জ করেন অভিযানকারীরা। 


এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেন’র ছেলে রনি (২৫) কে হাতেনাতে রাতে আটক করেন পুলিশ। 


আটককৃতদের বাড়ী মোংলা পৌর শহরের শ্রমকল্যান রোড সংলগ্ন বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনী এলাকায় বলে জানান পুলিশ। পরে ট্রলারে তল্লাশী চালিয়ে ১৮ড্রাম জালানী তেল (ডিজেল) উদ্ধার করেন পুলিশ। 


এ তেল পাচারের সাথে জড়িত মুল হোতা কারা, তাদের তথ্য জানতে আটককৃতদের রাতে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।  


মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা দেশের একটি বৃহত্তর সমুদ্র বন্দর। এখানে বন্দরের বিভিন্ন দেশ-বিদেশী মালামাল পাচারকারী কয়েকটি চোরাচালানী সিন্ডিকেট তৎপর। তারা প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রতিনিয়ত তেল(ডিজেল) গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ পাচার করছেন এমন তালিকা রয়েছে পুলিশের কাছে। 


তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে বহু মালামাল জব্দ ও আটকও হচ্ছে। বুধবার রাতেও পশুর নদীতে অভিযান চালিয়ে চোরা তেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আরএক্স/