জীবননগরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৯ পিএম, ৯ই নভেম্বর ২০২৩

জীবননগরের মাদক সম্রাজ্যে নামে পরিচিত ৩ মাদক ব্যবসায়ীকে সকালে ফেনসিডিলসহ গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মৃত নিজাম গাজীর ছেলে লতিফ ওরফে লতিফ খোঁড়া,একই গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে টনিক ও তৈয়ব আলী মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল।
পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাবীদ হাসানের এসআই এস.এম রায়হান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে সময় জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামস্থ বটতলা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আঃ লতিফ (৪৩), টনিক (২৬) ও , ফিরোজ আলী মন্ডল (২৭) গ্রেফতার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাবীদ হাসান ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অতি চতুরতার সাথে মারক ব্যবসায় করে আসছিল। আমাদের নিয়োগ করা সোর্সের তথ্য মতে বৃহস্পতিবার সকালে তাদেরকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন।
পুলিশের এ গ্রেফতার অভিযানে এলাকার সুধী মহল সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে মাদকবিরোধী অভিযান অব্যহত রাখার জন্য অনুরোধ করেছেন।
আরএক্স/