বিএনপির পর ৪৮ ঘণ্টার অবরোধের ডাক জামায়াতের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৬ পিএম, ৯ই নভেম্বর ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি ঘোষণার পর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সাপ্তাহিক ছুটির দিন বাদ দিয়ে রবিবার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে চতুর্থ দফার এই অবরোধ। এ ছাড়া গত কয়েক দিনে কর্মসূচি পালনকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া মাহফিল করবে দলটি।
সরকার পতনের এক দফা দাবি ও জামায়াত নেতাদের মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সারাদেশের নেতাকর্মী ও জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালনের আহ্বান জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অপরদিকে তৃতীয় দফার চলমান অবরোধ কর্মসূচি শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে।
এর আগে, সাপ্তাহিক ছুটির দুই দিন বিরতি দিয়ে আগামী রবিবার (১২ নভেম্বর) থেকে ফের সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
