রূপপুর প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম ইউনিটের ৭ম চালান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩


রূপপুর প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম ইউনিটের ৭ম চালান
ইউরেনিয়ামের প্রথম ইউনিটের ৭ম চালান । ছবি: জনবাণী

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক  বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছেছে রূপপুর প্রকল্পে।  


এর আগে ইউরেনিয়ামের  প্রথম চালান রূপপুর প্রকল্পে পৌঁছায়  ২৯ সেপ্টেম্বর, পর্যায়ক্রমে  দ্বিতীয় ৬ই অক্টোবর, তৃতীয় ১৩ অক্টোবর, চতুর্থ  ২০ অক্টোবর, পঞ্চম ২৭ অক্টোবর, ষষ্ঠ ৩ নভেম্বর, 


কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (১০ নভেম্বর)  ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোল চত্বর পার হয়ে ৭ টা ৩০  মিনিটে রূপপুর প্রকল্পে পৌঁছায়।


সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে সড়ক পথে এই ইউরেনিয়াম নিয়ে আসা হয়। ফলে সড়কে যানজট তৈরির সম্ভাবনা এড়াতে শুক্রবার (১০ নভেম্বর ) মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ ছিল। ইউরেনিয়াম বহনকারী  গাড়ি প্রকল্প এলাকায় পৌঁছানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। 


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অরবিন্দ সরকার তথ্যটি  নিশ্চিত করে বলেন, ইউরেনিয়াম বহনকারী গাড়িকে ঘিরে মহাসড়কে কঠোর নিরাপত্তার বলয়ে  আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিল। 


উল্লেখ্য, গত ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি  যুক্ত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এ জ্বালানি হস্তান্তর করেন। 


প্রকল্প সূত্রে জানা যায় , দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ২০২৪ সালের মার্চে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।  দ্বিতীয় ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে  ২০২৫ সালের মাঝামাঝি। এই দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।


আরএক্স/