ভবন ঘেরাও, যুবদল নেতার উদ্দেশ্যে যা বললেন যুবলীগ নেতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫


ভবন ঘেরাও, যুবদল নেতার উদ্দেশ্যে যা বললেন যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করেছিলেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখন যুবদলের এক নেতাকে ফোন করে রনি বলেছেন, ‘এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না।’


বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর ভদ্রা লেকের পাশের সান ভিউ এপার্টমেন্টে ৭ম তলার আশপাশে অবস্থান নেন স্থানীয় জনতা। তাদের সঙ্গে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় ওই এলাকায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 


পরে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ওই বাড়ির সামনে অবস্থান নেন এবং প্রত্যেক ফ্লোরে ঘরে ঘরে চিরুণি অভিযান চালায়। 


আরও পড়ুন: পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড


সান ভিউ এপার্টমেন্টর কেয়ারটেকার আব্দুল হাকিম জানান, দুপুর ২টায় যুবলীগ নেতা রনি এই বাড়িতে অবস্থান করছে সন্দেহে বেশ কয়েকজন যুবক দৌড়ে গিয়ে গেট খোলার জন্য চিৎকার শুরু করেন। পরবর্তীতে এলাকাবাসী জড়ো হলে গেট খুলে দেওয়া হয়।  


রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো বলেন, যুবলীগ নেতা রনির এই বাড়িতে অবস্থান সন্দেহে ছাত্রদলের ও যুবদলের নেতাকর্মীরা বাড়িটি ঘেরাও করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় রনি ওই ভবনে প্রবেশ করেছেন, এমন তথ্য দিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মীরা। এরপর থেকেই ভবনটি নজরদারিতে রেখেছেন তারা।


তিনি আরও বলেন, সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে যুবলীগ নেতা তৌহিদ আল মাসুদ নিজে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানান তিনি সেখানে নেই, বর্তমানে অনেক দূরে অবস্থান করছেন। এ সময় তল্লাশির নামে ওই ফ্ল্যাটের মানুষকে হয়রানি না করার জন্য অনুরোধ জানান তিনি।


আরও পড়ুন: নওগাঁয় ছেলের হাতে মারধরে অপমানিত হয়ে বাবার আত্মহত্যা


এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, যুবলীগ নেতা রনির সন্ধানে ভদ্রা আবাসিকের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 


উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। এতে মনিরুজ্জামান খান মণিকে সভাপতি এবং তৌহিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের ৫ আগস্টের পর রনির বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক মামলা হয়।


এমএল/