খালেদার নাইকো মামলায় চার্জগঠন শুনানির নতুন তারিখ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় আংশিক চার্জশুনানি তারিখ আগামী ১২ এপ্রিল ধার্য করেছেন
আদালত।
মঙ্গলবার (৮ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার অব্যাহতির শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার।
আদালত সময় আবেদন মঞ্জুর করে
আগামী ১২ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে
অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ
পাঁচ জনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক।
২০০৮ সালরে ৫ মে ওই মামলায়
খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস
এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ
আনা হয়।
২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি
দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার
১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।
ওআ/