জীবননগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৭ এএম, ১২ই নভেম্বর ২০২৩


জীবননগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গ্রেফতার
পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক আনোয়ার হোসেন। ছবি: জনবাণী

জীবননগর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে পৌর এলাকার হাসপাতাল পাড়ার ইবনেসিনা ক্লিনিকের সামনে থেকে শনিবার (১১ নভেম্বর) রাতে পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছেন।


পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ পুলিশি অভিযান পরিচালনা পৌর এলাকার হাসপাতাল সংলগ্ন ইবনে সিনা ক্লিনিকের সামনে থেকে বসতিপাড়ার নজরুল ইসলামের ছেলে পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন (৩৯) কে গ্রেফতার করেন পুলিশ।


পুলিশ আরো জানান, আনোয়ার জীবননগরের মানব জীবন বিপন্ন ও সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে পরপর ২ টি ককটেল বোমা বিস্ফোরণ অবস্থায়,বিস্ফোরিত ককটেল বোমার ৪ টি অংশ বিশেষ,৫টি জালের কাঠি উদ্ধার করেন ঘটনাস্থল থেকে।


গ্রেফতারকৃত যুবদল নেতা আনোয়ারের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়।


আরএক্স/