‘হিরো আলমের গায়ে ধাক্কা লাগলে জাতিসংঘ নড়ে ওঠে, ফিলিস্তিনির বেলায় দর্শক,


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩


‘হিরো আলমের গায়ে ধাক্কা লাগলে জাতিসংঘ নড়ে ওঠে, ফিলিস্তিনির বেলায় দর্শক,
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ছবি: জনবাণী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলে,হিরো আলমের গায়ে ধাক্কা লাগলে জাতিসংঘ নড়ে ওঠে। মানবাধিকার লঙ্গন হয়েছে বলে তারা বিবৃতি দেয় কিন্তু ফিলিস্তিনিতে এত বর্বতা চললেও তারা নিশ্চুপ কেন?


তিনি বলেন, ফিলিস্তিনিতে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছেন। 


বিএনপি’র কোন নেতা কর্মী ফিলিস্তিনির অমানবিক হত্যাকান্ডের ব্যাপারে কোন প্রতিবাদ জানায়নি। 


শনিবার (১১ নভেম্বর) যশোরের মণিরামপুর হোগলাডাঙ্গা কাজীরগ্রাম কোড়ামারা মাধ্যমিক বিদ্যালযের ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা ও প্রকৌশল বিভাগ স্কুল ভবনটি নির্মাণ করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে শিক্ষা ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান আওয়ামী লীগ নেতা বসির আহমেদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখঃ।


আরএক্স/