পুলিশ সদস্য হত্যাকারীদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩


পুলিশ সদস্য হত্যাকারীদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
চুয়াডাঙ্গায় মানববন্ধন। ছবি: জনবাণী

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য আমিরুল হককে হত্যার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (১২নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন পুলিশ সদস্য আমিরুল হক। তাকে এমন নির্মমভাবে হত্যা করার ঘটনা কোনভাবেই মেনে নেওয়ার মতো না। যারা পুলিশ হত্যা করছে তারাই প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে।


কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব বখতিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বায়েজিদ জোয়ার্দার, আবু হাশেম, আলিফ জোয়ার্দ্দার, সদর উপজেলার সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক শাহাজাহান আলী, আলমডাঙ্গা উপজেলার আহ্বায়ক প্রিন্স নেসার আলী ও দামুড়হুদা উপজেলার আহ্ববায়ক সান্টু প্রমুখ।


আরএক্স/