উত্তরাখন্ডে ভেঙে পড়ল নির্মীয়মাণ টানেল, ৪০ জন শ্রমিক আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩
দীপাবলির সকালে বড়সড় দুর্ঘটনা ভারতের উত্তরাখন্ডে। কাকডাকা ভোরে ভেঙে পড়ল নির্মীয়মাণ টানেল। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অন্তত পক্ষে ৪০ জন শ্রমিক। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রক্ষখাল- যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত এই টানেলটি তৈরি করা হচ্ছে।
রবিবার (১২ নভেম্বর ) ভোর ৪ টায় সেই সুড়ঙ্গের দেড়শো মিটার অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভূমিধসের কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। সেই টানেলের মধ্যে অন্ততপক্ষে ৪০ জন শ্রমিক ছিলেন।
তারা সকলেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। ইতিমধ্যেই ৫ টি অ্যাম্বুলেন্স টানেলের বাইরে মোতায়েন করা হয়েছে। যাতে শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
আরএক্স/