বেনাপোলে সিকিউরিটি সংস্থার ইনচার্জ বরখাস্ত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩


বেনাপোলে সিকিউরিটি সংস্থার ইনচার্জ বরখাস্ত
পিমা সিকিউরিটি সংস্থার ইনচার্জ মিজানুর রহমান। ফাইল ছবি

বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা পিমা সিকিউরিটি সংস্থার ইনচার্জ মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। 


সোমবার (১৩ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসএম আবু মুহিদ স্বাক্ষরিত একটি বরখাস্ত চিঠি স্থলবন্দরের ট্রাফিক পরিচালক বরাবর পাঠানো হয়। বন্দর কর্তৃপক্ষ চিঠিটা রবিবার গ্রহণ করেছে। 


বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক রেজাউল করিম। মিজানুর রহমান পিমা সিকিউরিটি সংস্থার ইনচার্জ হিসেবে বেনাপোল বন্দরে যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। 


এরমধ্যে রয়েছে টাকার বিনিময়ে জনবল নিয়োগ, ভালো গেটে ডিউটি দেয়ার কথা বলে ঘুষ আদায়, বেতন দেয়ার সময় বকশিসের নামে ঘুষ আদায়। বেনাপোল বন্দর পরিচালক বলেন, ‘পিমা সিকিউরিটি সংস্থার ইনচার্জ মিজানুর রহমানের বরখাস্ত চিঠি পেয়েছি। তার অনিয়মগুলো খতিয়ে দেখা হচ্ছে। বতর্মানে দায়িত্ব পালন করছেন সুপারভাইজার মনিরুজ্জামান।’


আরএক্স/