Logo

টিকটক বন্ধ করে দিল নেপাল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৩, ০২:১৩
টিকটক বন্ধ করে দিল নেপাল
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়াগুলিতেও এই ধরনের অশ্লীল ভিডিও এবং ছবি থাকে।

বিজ্ঞাপন

ভারতের পর এবার চীনা সামাজিকমাধ্যমে টিকটক অ্যাপটি বন্ধ করে দিয়েছে নেপাল।  সোমবার (১৩ জানুয়ারি) একবিবৃতি দিয়ে নেপালের সরকার জানায়, “সামাজিক সম্প্রীতি রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।”

ক্যাবিনেট মন্ত্রী রেখা শর্মা গণমাধ্যমকর্মীদের জানান, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারপরেই সমস্ত ইন্টারনেট প্রোভাইডারদের বলা হয়েছে দ্রুত অ্যাপটি ব্লক করে দেওয়ার জন্য। সোমবারের মধ্যেই প্রায় গোটা নেপালে টিকটক ব্লক করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রেখা শর্মা জানান, টিকটকের মাধ্যমে সমাজে অশ্লীল ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ছিল। সে কারণেই এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপ নিয়ে অবশ্য সরকারের ভিতরে এবং বাইরে চরম সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গ্যাওয়ালি বলেন, “সোশ্যাল মিডিয়াগুলিতেও এই ধরনের অশ্লীল ভিডিও এবং ছবি থাকে। সেগুলিকেও কি বন্ধ করে দেওয়া হবে? প্রদীপের বক্তব্য, বন্ধ করে নয়, সমাজিক মাধ্যমগুলির কনটেন্টে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। কোথায় কী যাচ্ছে তার উপর নজরদারি করতে হবে। কিন্তু কোনো অ্যাপ বন্ধ করে দেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না।”

বিজ্ঞাপন

নেপালি কংগ্রেসের নেতা গগন থাপা জানিয়েছেন, “ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এভাবে সমাজকে রক্ষা করা যাবে না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD