চলতি সপ্তাহে কমছে মোবাইল ইন্টারনেটের দাম
🕐 প্রকাশ: ১১:৪৬ এএম, ৬ই নভেম্বর ২০২৩

ফাইল ছবি
চলতি নাভেম্বর মাসের ১০ তারিখের মধ্যে দাম কমছে মোবাইল ইন্টারনেটের। আগামী বুধবার (৮ নভেম্বর) ডাটা প্যাকেজে সংশোধনী এনে দাম কমাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। আর ১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেট প্যাকেজের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবিও। আগের তিনদিন মেয়াদের ডাটা একই দামে সাতদিন মেয়াদেও পেতে পারেন গ্রাহকরা। দেশের সব মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
রবিবার (৫ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ১০ নভেম্বরের মধ্যে সব মোবাইল অপারেটরকে ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর জোরালো নির্দেশনা দেন। কোম্পানিগুলোও মন্ত্রীকে ডাটা প্যাকেজ সংশোধন করে দাম কমানোর আশ্বাস দিয়েছেন।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে ইন্টারনেটের দাম এভাবে বাড়ানোটা সরকারবিরোধী কাজ এবং চক্রান্ত। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে দেশের জনগণের পক্ষে থাকতে হবে। রেগুলেটর হয়েও বিটিআরসি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। তারপরও আপনারা যে আচরণ করছেন, তা জনগণ মেনে নেবে না। আপনারা ডাটা বিক্রি করবেন। কিন্তু সময় (মেয়াদ) নয়।”
এ সময় বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত বিটিআরসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানান, মন্ত্রী বৈঠকে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। সদ্য বিলুপ্ত তিনদিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ নিয়ে দীর্ঘসময় ধরে আলোচনা হয়।
আরও পড়ুন: কচ্ছপের গতিতে চলছে দেশের ইন্টারনেট
মন্ত্রী মোবাইল ফোন অপারেটরদের আগের তিনদিন মেয়াদের প্যাকেজের দামে সাতদিনের ইন্টারনেট প্যাকেজ গ্রাহকদের অফার করার নির্দেশ দেন। এদিন বৈঠকের পর মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, “৮ নভেম্বরের মধ্যে টেলিটক এবং ১০ নভেম্বরের মধ্যে অন্য সব অপারেটরকে বৈঠকের নির্দেশনা প্রতিপালন করতে হবে। আশা করি, অপারেটরদের বোধদয় হবে। তারা ৯৫টি প্যাকেজকে ৪০টিতে নামিয়ে আনার ক্ষেত্রে ইন্টারনেটের দাম বাড়াবে না। তখন ইন্টারনেটের দাম কমাবে।”
আরও পড়ুন: নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, চলছে পরীক্ষা
গেল ১৫ অক্টোবর থেকে গ্রাহকের স্বার্থবিবেচনা করে তিনদিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাতিল করা হয়। বর্তমানে ৭ ও ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, তিনদিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বাতিলের পর অপারেটররা কৌশলে দাম বাড়িয়ে দিয়েছেন। এতে অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে। তারা মন্ত্রী ও বিটিআরসিকে দুষছেন। এমন পরিস্থিতিতে বৈঠক ডেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে ডাটা প্যাকেজের দাম কমানোর নির্দেশ দিলেন মন্ত্রী।
জেবি/এসবি
জনপ্রিয় এই মডেলের মাসিক আয় প্রায় ১২ লাখ টাকা
🕐 প্রকাশ: ০৫:৫২ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক জনপ্রিয় মডেল তিনি। তার ছবি দেখে বোঝার উপায় না থাকলেও তিনি কিন্তু আসল মানুষ নয়। তবে মানুষ না হলেও তার মাসিক আয় কিন্তু তাক লাগানোর মতোই।
এ মডেলের নাম আইতানা লোপেজ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে এ মডেলকে। ২৫ বছর বয়সী নারীর অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাকে তৈরি করেছে স্পেনের এক ইনফ্লুয়েন্সার সংস্থা।
ইউরো নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে যে, গোলাপি চুলের লোপেজ ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয় মডেল। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ২২ হাজারের মতো।
এ প্রতিবেদনে আরো বলা হয়, আইতানা লোপেজকে প্রতি সপ্তাহে অনেক সেলিব্রেটিই ব্যক্তিগত মেসেজ পাঠায়, তার সঙ্গে ডেটেও যেতে চায়। দ্য ক্লুলেস নামের সংস্থাটির ডিজাইনার রুবেন ক্রুজের মতে, ‘আমরা কীভাবে কাজ করছি এর ওপর বিশ্লেষণ করা শুরু করি এবং দেখতে পাই, আমাদের অনেক প্রকল্পই আটকে আছে বা বাতিল হয়ে যাচ্ছে এমনসব সমস্যার কারণে যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। প্রায়ই তা ইনফ্লুয়েন্সার বা মডেলের ভুলের কারণে সংঘঠিত হচ্ছিল, ডিজাইনের জন্য নয়।’
এজেন্সিটি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোটার হিসেবে আইতানা লোপেজকে ব্যবহার করে থাকে।
ক্রুজ আরো বলেন, ভার্চুয়াল এ মডেলটি মাসে ১০ হাজার ইউরোরও (১২ লাখ ৬ হাজার টাকা) বেশি আয় করতে পারে। আইতানার গড় মাসিক আয় ৩ হাজার ইউরো (৩ লাখ ৬১ হাজার ৯০০ টাকা)।
ভালো উপার্জনের উদ্দেশ্যে নিয়েই আইতানাকে তৈরি করা হয়েছে উল্লেখ করে ক্রুজ বলেন, ‘অহংকার দেখায় বা শুধু বিভিন্ন পোজ দিয়েই অনেক পয়সা কামাতে চায় এমন মানুষদের ওপর আমাদের আর নির্ভর করতে হয় না ।’
বর্তমানে একটি স্পোর্টস সাপ্লিমেন্ট কোম্পানি কৃত্রিম এই মডেলকে ব্যবহার করছে। ফ্যানভ্যুতেও এর বেশ কিছু ছবি আপলোড করা হচ্ছে। এটি অনলিফ্যানের মতো একটি প্ল্যাটফর্ম।
‘একদিন এক বিখ্যাত লাতিন–মার্কিন অভিনেতা আইতানা লোপেজের সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। এ অভিনেতার ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে এবং আমাদের টিমের বেশ কয়েকজন শৈশবে তার অভিনীত টিভি সিরিজ দেখেছে। আসলে আইতানার যে অস্তিত্ব নেই, এ নিয়ে তার কোনো ধারণাই ছিল না!’ , বলেন ক্রুজ।
আইতানাকে আরও দক্ষ ও বাস্তব করে তুলতে কাজ করছে একটি দল। ছকে বাঁধা দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য তাকে আরো প্রস্তুত করা হচ্ছে।
আইতানা এতটাই সফলতা লাভ করেছে যে এর ডিজাইনাররা ‘মাইয়া’ নামের আরেকটি ভার্চুয়াল মডেল ইতি মধ্যেই তৈরি করেছে। কোনো নামই শুধু হেঁয়ালি করে দেওয়া হয়নি। প্রত্যেকটি নামই স্প্যানিশ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়।
তবে বলা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি কাড়ছে সাধারণের। আগামিদিনে যে এই সংখ্যা আরও বাড়বে, সে আশঙ্কাও প্রকাশ করেছেন নামী সংস্থার কর্তারাও। আইতানা লোপেজ যেন নিজের রূপ এবং গুণে সেই ইঙ্গিত আরও জোরালো করছে।
ভয়েস পরিবর্তন করে প্রতারণার ফাঁদ এড়ানোর উপায়
🕐 প্রকাশ: ০৬:৫৫ পিএম,৩০শে নভেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
মাতা, পিতা, সন্তান, আপনজনসহ বিভিন্ন পরিচিতজনের কণ্ঠস্বর হুবহু নকল করে একটি ভয়েস পাঠিয়ে প্রতারণা করার চেষ্টা হতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই জালিয়াতি এতটাই নিখুঁত ভাবে করা হচ্ছে যে জন সাধারণের পক্ষে তা ধরা অসম্ভব হয়ে উঠেছে।
বর্তমানে এআই ভয়েস ক্লোনিং দিয়ে জালিয়াতি বহুগুণে বেড়েছে। আপনজনদের কণ্ঠস্বর নকল করে বিভিন্ন ছদ্মবেশে, নানান ফন্দি ফিকিরে, আবেগী বা বেদনাদায়ক কিছু বলে প্রতারণা করছে বেশ কিছু প্রতারক চক্র। বিশেষ করে এই চক্রগুলো জোর দিচ্ছে জরুরি টাকার প্রয়োজনীয়তায়। অনেকেই এই ফাঁদে পড়ে হারাচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। এমনকি জানতে চাওয়া হয় ভুক্তভোগির ব্যক্তিগত তথ্যও। এবার জেনে নেওয়া যাক এআই ভয়েস ক্লোনিং জালিয়াতি কী?
এআই ভয়েস ক্লোনিং এর আরেক নাম ভয়েস সিন্থেসিস বা ভয়েস মিমিক্রি। আসলে এটি একটি প্রযুক্তি, যা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, কোনো ব্যক্তির কণ্ঠস্বর হুবহু নকল করে। এই প্রযুক্তির জন্য প্রয়োজন সামান্য কিছু পরিমাণে ভয়েস ডেটা। আর যার ভয়েস নকল করা হবে, তার কণ্ঠস্বর। সম্প্রতি একাধিক ফ্রি এবং পেইড টুল রয়েছে, যার সাহায্যে একজনের কণ্ঠের নকল খুব সহজেই অন্যজন করে ফেলছেন।
এই ধরনের জালিয়াতি থেকে বাঁচার উপায়
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে চাইলে ভয়েস নোট অনলাইনে রাখা যাবে না। এছাড়াও, যখনই এই ধরনের কল আসবে বিশ্বাস না করে সেই ব্যক্তির আসল নম্বরে ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত হোন এবং পুরো বিষয়টা জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। যদি অন্যকেউ ফোন করে আপনার বন্ধু, আত্মীয়-পরিজন বলে দাবি করে টাকা চায়, তবে টাকা লেনদেনের আগে আসল ঘটনা সম্পর্কে অবগত হতে হবে।
পদত্যাগ করলেন সালাউদ্দিন
🕐 প্রকাশ: ০৪:১৬ পিএম,৩০শে নভেম্বর ২০২৩

ফাইল ছবি
দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে।
এর আগে ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। ১৩টি প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলেন তিনি। তবে গত বছর দায়িত্ব ছেড়ে দেন সালাম মুর্শেদী।
আরও পড়ুন: মুমিনুলের জোড়া আঘাত, অলআউট নিউজিল্যান্ড
এরপর নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাউদ্দিন নিজেই দায়িত্ব নেন। কিন্তু এক বছর পর দায়িত্ব ছাড়লেন কাজী সালাউদ্দিনও।
জেবি/এসবি
ভিউ ওয়ানস অপশন আনছে হোয়াটসঅ্যাপ
🕐 প্রকাশ: ০৪:২৯ পিএম,২৭শে নভেম্বর ২০২৩

ফাইল ছবি
বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ সংস্করণে আবারও ভিউ ওয়ানস অপশন আনছে। রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ উইন্ডোজে ড্রয়িং এডিটরে ক্যাপশনবারের ভেতরে সেট করা আছে বলে জানায় সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার।
বলা হয়েছে, উইন্ডোজের পাশাপাশি লিংকড ডিভাইস এবং ম্যাক ওএস-এও ফিচারটি চালু করা হবে। এই ফিচারটির মাধ্যমে ডেস্কটপ ব্যবহারকারীরা যে কাউকে ছবি এবং ভিডিও পাঠাতে পারবে যা শুধু একবারই ভিউ হবে। এর মাধ্যম ডিভাইসের মেমোরি খরচ কমবে এবং প্রাইভেসিও রক্ষা হবে।
আরও পড়ুন: আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি? জেনে নিন
বর্তমানে যাদের হোয়াটসঅ্যাপ উইন্ডোজের নতুন আপডেটটি রয়েছে তাদের অনেকেই এই ফিচারটি পেয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানায় সংবাদমাধ্যমটি। সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য নতুন আরও একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সেটি হলো, কন্ট্যাক্ট নেমের নিচে কনভারসেশনের ভেতরে প্রোফাইল ইনফরমেশন দেখাবে।
জেবি/এসবি
আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি? জেনে নিন
🕐 প্রকাশ: ০৩:৩৮ পিএম,২৫শে নভেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে শহরে বা নগরে ওয়াইফাই ব্যবহার করে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। আর তাই আপনার ওয়াইফাই বাইরের কেউ ব্যবহার করছে কি না তা জানতে চান অনেকেই। লুকিয়ে অন্য কেউ যেন ওয়াইফাই ব্যবহার করতে না পারে সেজন্য অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সেট করা জরুরী। আর এটাও জেনে নিন কারা আপনার ওয়াইফাই ব্যবহার করছে-
► এই অবস্থায় রুমের কোন অংশে নেট স্পিড কেমন থাকছে তা রিয়েল টাইমে জেনে নিন। এ জন্য গুগল প্লে-স্টোর থেকে ‘ওয়াইফাই এআর’ অ্যাপটি
এখনই ডাউনলোড করে নিন।
► অ্যাপটি ডাউনলোড করলে এটি বেশ কিছু বিষয়ে আপনার কাছে অনুমতি চাইবে। এরপরই রিয়েল টাইমে দেখা যেতে পারে কোন এরিয়া নেটওয়ার্কের স্পিড কম বেশি।
► এ ছাড়া নিজের নেটওয়ার্কে কোন কোন ডিভাইস সংযুক্ত করা আছে তা দেখে নিন। আর এ জন্য গুগল প্লে-স্টোর থেকে ‘ফিং’ অ্যাপটিও ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এই অ্যাপটিকেও প্রয়োজনীয় কিছু অনুমতি দিতে হবে। তারপর আপনার নেটওয়ার্কে কোন ডিভাইস সংযুক্ত করা হয়েছে তা দেখা যাবে।আর চাইলে সেসব অজানা ডিভাইস সরিয়েও ফেলতে পারবেন।