পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫


পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন
ইমরুল কাওসার ইমন।

আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেল-এ নজিরবিহীন সাফল্য পেয়েছেন বাংলাদেশি ভিডিও নির্মাতা ইমরুল কাওসার ইমন। চলতি জুলাই মাসে তিনি পিক্সেল-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষস্থান দখল করেছেন এবং রয়েছেন পুরো এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়।


পিক্সেল-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইমনের কনটেন্ট এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ (৩৪.২ মিলিয়ন) বারের বেশি দেখা হয়েছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো ৬ দশমিক ৫ মিলিয়ন বার দেখা হয়েছে। জনপ্রিয়তার এই ধারা এতটাই জোরালো যে, প্রতি সেকেন্ডে গড়ে ৭ বার তার ভিডিও ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও উপভোগ করছেন।


এই সাফল্যের ফলে ইমনের অবস্থান পিক্সেল-এর অলটাইম র‍্যাংকিংয়ে ১৪তম, যা নতুন কোনো কনটেন্ট নির্মাতার জন্য এক অনন্য অর্জন। তার আন্তর্জাতিক জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে প্ল্যাটফর্মটির হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগ যুক্ত করেছে কর্তৃপক্ষ, যা আগে ছিল না। এর ফলে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররা এখন পিক্সেল-এ আরও বেশি দৃশ্যমান হবেন।


ইমরুল কাওসার ইমন বলেন, ‘দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও অসাধারণ ভিডিও নির্মাতা আছে।’


তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে আরও বেশি ভিডিও নির্মাণে মনোযোগী হবেন। সেই সঙ্গে দেশের তরুণ ভিডিও নির্মাতাদের উৎসাহিত করতে একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরিরও পরিকল্পনা রয়েছে তার।


উল্লেখ্য, ইমরুল কাওসার ইমন বর্তমানে দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের জন্য ইমনের এই অর্জন নিঃসন্দেহে একটি অনুপ্রেরণা ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করল।



এসডি/