হোয়াটসঅ্যাপে অ্যাপস ছাড়াই যেভাবে চ্যাট করতে পারবেন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

হোয়াটসঅ্যাপ বার্তা আদান-প্রদান কিংবা ছবি ও অফিসের জরুরি ফাইল পাঠাতে বেশ জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম। প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন থাকেন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় জনপ্রিয় এ প্ল্যাটফর্মটিতে।
তবে, এখন থেকে যাদের ফোনে হোয়াটসঅ্যাপের অ্যাপ নেই, তারাও চ্যাট করতে পারবেন। এমনই এক অভিনব সুবিধা আনলো মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ ফিচার আনতে চলেছে। এতে যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে।
আরও পড়ুন: আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: আসছে বড় পরিবর্তন!
যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে লিঙ্ক পাঠাতে হবে। আর ওই লিঙ্কের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একে অপরের সঙ্গে চ্যাট করা যাবে।
আরও একটি সুবিধা হলো এতে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ অ্যাপ ব্যবহার না করলেও, চ্যাট এনক্রিপ্টেড থাকবে। তাই ব্যবহারকারীদেরকে চ্যাটের নিরাপত্তা নিয়ে কোনোপ্রকার দুশ্চিন্তা করতে হবে না।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ কলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
তবে, হোয়াটসঅ্যাপের অ্যাপ মোবাইল বা ল্যাপটপে ইন্সটল থাকলে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। যদি কেউ অ্যাপ না রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ ফাইল পাঠানো যাবে না। কোনো ভয়েস বা ভিডিও মেসেজও পাঠানো যাবে না। এমনকি হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না। কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। অর্থাৎ, শুধু মেসেজই পাঠানো যাবে।
ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার চালু হতে পারে বলে জানা গেছে।
এমএল/