কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিল ইউটিউব কর্তৃপক্ষ

বরং অনেকের জন্য তা পরিণত হয়েছে স্থায়ী আয়ের উৎসে
বিজ্ঞাপন
বর্তমানে অনেকেরই ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে। কেউ কেউ ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। শুধু আয়ই নয়, অনেকে আবার হয়ে উঠেছেন পরিচিত মুখ বা তারকা। সেখানে তারা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আপলোড করে থাকেন। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং অনেকের জন্য তা পরিণত হয়েছে স্থায়ী আয়ের উৎসে।
এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম চালু করছে। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ বটে! নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই পরিবর্তন আনতে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির? তার পেছনে আছে বিশেষ এক কারণ। মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে এই সংস্থাটি।
অনেক ইউটিউবাররাই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন। শুধু তাই নয় সম্প্রতি দেখা গিয়েছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলতে নতুন এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্ল্যাটফর্মটি।
এমএল/








