ক্ষুদে বিজ্ঞানীর একের পর এক আবিস্কার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪২ পিএম, ২০শে মে ২০২৫


ক্ষুদে বিজ্ঞানীর একের পর এক আবিস্কার
ছবি: জনবাণী

সেলিম হুসাইন রনি: ক্ষুদে বিজ্ঞানী রিফাত। বয়স ১৫ বছর হলেও আর সবার মত বেড়ে উঠেনি। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও তার মেধা আর উদ্ভাবনী শক্তি দমিয়ে রাখতে পারেনি তাকে। 


একের পর এক আবিষ্কার করেন পণ্য। ক্লাস ওয়ান থেকে যাত্রা আর দশম শ্রেণী পর্যন্ত গবেষণায় আবিষ্কার করেছেন ১৫০০ টি মত পণ্য। তার ১০৯৬ তম আবিষ্কার স্মার্ট গাড়ি। এই স্মার্ট গাড়িটা ১০ টাকার চার্জে চলে সারাদিন। গাড়িতে কোন ব্রেক নাই, সম্পূর্ণ সেন্সর দিয়ে নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে পা না থাকলেও যে কেউ চালাতে পারবে রিফাতের তৈরি এই গাড়ি। এই গাড়িতে ২০০ কেজি পর্যন্ত বহন করতে সক্ষম। 


গাড়িটি তৈরি করতে তার খরজ হয়েছে ৭০-৭৫ হাজার টাকা। রিফাত বলেন, বানিজ্যিক ভাবে তৈরি করলে এর নির্মাণ ব্যায় আরো কম হবে। 


ওকিমুল ইসলাম রিফাত যশোরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরিক্ষা শেষ করলেন। 


তিনি জানান আমার পরিবার অসচ্ছল আর্থিক ভাবে সহায়তা করতে পারে না, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমি অনেক কিছু আবিষ্কার করতে পারবো। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও আর্থিক ভাবে সরকারের সহযোগিতা কামনা করছি। 


ডাঃ আব্দুর রাজ্জাক মিনিউসিপাল কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক আব্দুল গফুর বলেন, প্রয়োজন আবিষ্কারের জননী। শারীরিক প্রতিবন্ধী হয়েও অন্যের উপর নির্ভরশীল না হয় নিজের তৈরি করা গাড়িতে সে চলছে। আমাদের জন্য একটি দারুণ উদাহরণ সৃষ্টি করেছে।


আরএক্স/