ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ৬ জন। ঘটনাটি ঘটেছে ভোর ৪ টায় উত্তরপ্রদেশের মুজফফর নগরের কাছে ৫৮ নম্বর জাতীয় সড়কে। মৃতরা সবাই দিল্লি সহদরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিল্লি থেকে তাঁরা হরিদ্বার যাচ্ছিলেন বলে জানা যায়। মৃতদের পরিবারকে খবর পাঠিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, অতিরিক্ত গতির জেরেই যাত্রীবোঝাই গাড়িটি নিয়ন্ত্রন হারায় ও ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়ি দুমড়ে মুচড়ে গেলে পুলিশ এসে ক্রেনের সাহায্যে গাড়িটিকে সরায় এবং মৃতদেহ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএক্স/