কমলগঞ্জে আমন ধান কাটা শুরু, ফলন আশানুরূপ না হওয়ায় হতাশ কৃষক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


কমলগঞ্জে আমন ধান কাটা শুরু, ফলন আশানুরূপ না হওয়ায় হতাশ কৃষক
আমন ধান কাটা শুরু। ছবি: জনবাণী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি মধ্যখানে পোকার আক্রমণ সব মিলিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। মাঠের ফসল ঘরে তুলতে কাজ করে যাচ্ছেন তাঁরা। তবে অনেক কৃষকের আশানুরূপ ফলন না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন।


কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনাবৃষ্টির কারণে আউশ আবাদ হয়নি। এজন্য কৃষকেরা আগাম আমন চাষ করছেন। আমন চাষে সার, বীজসহ সবকিছুর দাম বাড়ায় গত বছরের তুলনায় একর প্রতি ৫০০ থেকে থেকে ১ হাজার টাকা খরচ বেশি হয়েছে। বাজারে এখনো নতুন ধান বিক্রি শুরু হয়নি। ধানের দাম না বাড়লে কৃষকের লোকসান হবে।


সরেজমিনে দেখা গেছে, উপজেলার কমলগঞ্জ পৌরসভা, পতনঊষার ইউনিয়ন, সদর ইউনিয়ন, মুন্সীবাজার, রহিমপুর, শমশেরনগর ইউনিয়ন বিভিন্ন এলাকায় আগাম আমন ধান কাটছেন কৃষকেরা। কয়েক দিনের মধ্যে ধান কাটার ধুম পড়বে। যাঁরা ধান কাটা শুরু করেছেন, তারা আগাম বোরো ধান চাষ করবেন। আবার অনেকে শীতকালীন সবজি চাষ করেই আমন ফসল ঘরে তুলবেন।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে। আমন চাষে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগামী ১ মাসের মধ্যে শতভাগ ধান কৃষকেরা ঘরে তুলতে পারবেন। এ উপজেলার অনেক কৃষক আমন ধান ঘরে তুলে বোরো ধান চাষ করেন। তাঁরা দ্রুত সময়ের মধ্যে আমন ধান কেটে বোরো ধান চাষ করবেন। এ বছর ধানের ফলন ভালো হয়েছে।


পতনঊষার ইউনিয়নের কৃষক রাহিন মিয়া বলেন, আমি প্রায় ৩ একর জমিতে আমন ধান চাষ করেছি। আগাম আমন ধান কাটা শুরু করেছি। কয়েক দিনের মধ্যে সব জমির ধান ঘরে তুলতে পারব। আউশ আবাদ না করায় আগাম আমন চাষ করছি। আমন ঘরে তুলে আবার বোরো ধান রোপণ করব। ফসল মোটামুটি ভালো হয়েছে।


শমশেরনগর ইউনিয়নের কৃষক ওয়াহিদ মিয়া বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় আমন চাষে সমস্যা হয়নি তবে পানির জন্য আউশ আবাদ করতে পারিনি। আমি প্রায় ৫ একর জমিতে আমন ধান করেছি ফসল মোটামুটি ভালো হয়েছে তবে আশানুরূপ হয়নি।


কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, এ উপজেলার কৃষকেরা আউশ,আমন ও বোরো ধান চাষ করেন। সবচেয়ে বেশি আমন আবাদ করা হয়। কৃষকেরা আমন কাটা শুরু করেছেন। চলতি মৌসুমে আমন ফসল ভালো হয়েছে।


আরএক্স/