তফসিল হলেই ১৯ ও ২০ নভেম্বর হরতাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
তফসিল ঘোষণা হলে তা প্রত্যাখান করে বিএনপিসহ বিরোধী দলগুলো আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, সামাজিকমাধ্যমে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া তফসিল ঘোষণার পরপরই সারাদেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিরোধী দলগুলোর মধ্যে বিএনপি ছাড়াও রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব: নাহিদ ইসলাম

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা
