সোনার দামে রেকর্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩
দেশের বাজারে আবারও ব বেড়েছে সোনার দাম। এবার ভরিতে আরও ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। এরফলে ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা। দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। রবিবার (১৭ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ কমিটির সভায়এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: আবারও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হলেন জায়েদ বখত
নতুন মূল্য অনুসারে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৬ হাজার ৩৭৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জনতা ব্যাংকে এ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা পড়বে।
জেবি/এসবি