Logo

সোনার দামে রেকর্ড

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪
65Shares
সোনার দামে রেকর্ড
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। রবিবার (১৭ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও ব বেড়েছে সোনার দাম।  এবার ভরিতে আরও ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। এরফলে ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা।  দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। রবিবার (১৭ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। 

শনিবার  (১৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ কমিটির সভায়এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুসারে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৬ হাজার ৩৭৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা পড়বে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD