নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়াতে হবে: জি এম কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়াতে হবে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন নির্বাচনে সরাসরি অংশগ্রহণে নারীর জন্য পার্সেন্টেজ রাখতে হবে। এখনকার কোটা ব্যবস্থা দীর্ঘমেয়াদে চলতে পারে না। 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বনানীতে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

জাপা চেয়ারম্যান বলেন, নারীরা শিক্ষা, রাজনীতি, যুদ্ধ ও খেলাধুলায় আজ অনেক এগিয়ে। নারীর প্রতি কোনো বৈষম্য হলে তার প্রতিবাদ করতে হবে। সেই সংগ্রামে নারী পুরুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

জিএম কাদের আরও বলেন, জেন্ডার সমতার জন্য সংগ্রাম করতে হবে। সমস্যা দূর করতে হবে। অধিকার রক্ষায় নারীদেরও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, নারী মানেই সংগ্রামী। সকল বাধা অতিক্রম করে নারীরা আজ সামনে এগিয়ে যাচ্ছে। তাই নারীদের প্রাপ্য অধিকার ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান সালমা ইসলাম।

এসএ/