আবারও বিহারে মদ খেয়ে নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩


আবারও বিহারে মদ খেয়ে নিহত ৩
প্রতীকী ছবি।

ভারতের বিহার রাজ‍্যজুড়ে মদ নিষিদ্ধ বহু বছর আগেই। তবুও বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে বিহারে। এবার বিহারের সীতামারহি জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হল আরও ৩ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। 


শনিবার (১৮ নভেম্বর) পুলিশ জানায়, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ১ জন। এছাড়া চিকিৎসা চলাকালীন ওই হাসপাতালেই ১ জন মারা যান। মৃত্যুর কারণ জানতে তার ম‍ৃতদেহ ময়নাতদন্ত করা হবে। 


অন‍্যদিকে বিষমদ কাণ্ডের তদন্ত চলাকালীন ওই জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে পরিবার। 


পুলিশের অনুমান, বিষমদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার।


তারপর ও বিভিন্ন জেলায় বিষমদ বিক্রিতে রাশ টানা যায়নি। চলতি বছরে এপ্রিল মাসেই বিষমদ খেয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে পূর্ব চাম্পারান জেলায়। গত বছর ডিসেম্বরে বিহারে বিষমদ খেয়েই ৭২ জনের মৃত্যু হয়েছে।


আরএক্স/