মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগ বিষয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট কোটার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছি।
সোমবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
কতজন পদত্যাগ করেছেন এবং পরবর্তী প্রক্রিয়া কী হবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট দুই মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন।”
আরও পড়ুন: ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস
তিনি বলেন, “আপনারা জানেন, পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে। সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর হবে।”
আরও পড়ুন: বিএনপি নির্বাচনে আসলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা
কোন ৩ উপদেষ্টা পদত্যাগ করেছেন- এমন প্রশ্নে জবাবে মাহবুব বলেন, “অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।”
জেবি/এসবি